Purchase!

ভয়

আজকের মানুষের সঙ্গে নিয়েনডার্থাল মানুষকে মিলিয়ে দেখলে হবে না। এই যে আজকের মানুষ, জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় সে চাঁদকে জয় করেছে, মহাশূণ্যে যাতায়ত করেছে, লড়াই করেছে অনেক দূর্যোগ আর রোগ-শোকের বিরুদ্ধে। কিন্তু ভয়কে জয় করতে পারেনি আজকের মানুষ। মানুষ চাঁদে চলে গেলেও এখনও ভ‚তের ভয় কাটেনি অনেকের। পৃথিবীতে কেউই অমর নয়, তবু মৃত্যু ভয় কাটে না মানুষের। যথার্থ অর্থে মানুষের ভয়ের কোন সীমা নেই। অন্ধকারকে ভয়, শব্দকে ভয়, আলোকে ভয়, নৈঃশব্দকে ভয়, প্রেমকে ভয়, ঘৃণাকেও ভয়। কতো রকম ভয়ই না পায় মানুষ। ভয়ের কারণে বহু মানুষ আটকে থাকে জীবনের গড়পরতার হিসাবের খাতাতেই। চাকরি হারালে কী হবে? অমুকে রেগে গেলে কী হবে? মরে গেলে কী হবে? এইসব ভয়ার্ত প্রশ্নের আড়ালেই রয়ে গেছে ভয়ের কার্যকারণের ইতিহাস। ভয়টা আদতে অজানাকে-অচেনাকে। চেনা গন্ডির বাইরে গেলেই সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যায়।
By সন্দীপন ধর
Category: বিজ্ঞান
Paperback
Ebook
Buy from other retailers
About ভয়
আজকের মানুষের সঙ্গে নিয়েনডার্থাল মানুষকে মিলিয়ে দেখলে হবে না। এই যে আজকের মানুষ, জ্ঞান-বিজ্ঞানের অগ্রযাত্রায় সে চাঁদকে জয় করেছে, মহাশূণ্যে যাতায়ত করেছে, লড়াই করেছে অনেক দূর্যোগ আর রোগ-শোকের বিরুদ্ধে। কিন্তু ভয়কে জয় করতে পারেনি আজকের মানুষ। মানুষ চাঁদে চলে গেলেও এখনও ভ‚তের ভয় কাটেনি অনেকের। পৃথিবীতে কেউই অমর নয়, তবু মৃত্যু ভয় কাটে না মানুষের। যথার্থ অর্থে মানুষের ভয়ের কোন সীমা নেই। অন্ধকারকে ভয়, শব্দকে ভয়, আলোকে ভয়, নৈঃশব্দকে ভয়, প্রেমকে ভয়, ঘৃণাকেও ভয়। কতো রকম ভয়ই না পায় মানুষ। ভয়ের কারণে বহু মানুষ আটকে থাকে জীবনের গড়পরতার হিসাবের খাতাতেই। চাকরি হারালে কী হবে? অমুকে রেগে গেলে কী হবে? মরে গেলে কী হবে? এইসব ভয়ার্ত প্রশ্নের আড়ালেই রয়ে গেছে ভয়ের কার্যকারণের ইতিহাস। ভয়টা আদতে অজানাকে-অচেনাকে। চেনা গন্ডির বাইরে গেলেই সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যায়।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর গুরুত্বপূর্ণ সমরবিদ সুন জু তার বিখ্যাত ‘আর্ট অব ওয়্যার’ গ্রন্থে বলেছিলেন, ‘তুমি যদি নিজেকে জানো আর শত্রæকে চেনো তাহলে শত যুদ্ধের ফলাফল নিয়েও ভয় পাওয়ার কিছু নেই।’ তাহলে মোদ্দা কথায় নিজেকে জানতে হবে আর জানতে হবে চারপাশের শত্রুকে। শত্রু কে? শত্রু আসলে অচেনা, অজানা ক্ষতিকর কোন সত্তা। করোনা ভাইরাসও শত্রু হতে পারে আবার পরীক্ষায় ফেলের ভয়ও শত্রু হতে পারে। শত্রুকে চিনতে পারলে, জানতে পারলে তাকে ঘায়েল করা তো কঠিন নয়।
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use