Purchase!

বৈপরীত্য

জীবনে কত রঙের শেড আছে! তবু প্রায়ই জীবন বৈপরীত্যে ভরপুর। সাদা-কালো, ভালো-মন্দ, প্রেম-ঘৃণা, সুখ-দুঃখ, অহংকার-অপমান- বিপরীতমুখী নানান স্রোতে ভাসে মানুষের জীবন। এমনই সব বৈপরীত্য নিয়েই এই গল্পগ্রন্থ। বিষয়ের পাশাপাশি আঙ্গিকেও নিরীক্ষা আছে খানিকটা। ৫০টি গল্প আছে বইটিতে। প্রতিটি গল্পই ৫০ শব্দে লেখা। সংখ্যাতত্ত্বের প্রতি আমার বোধ হয় একটা টান আছে। এর আগেও ২০০ শব্দ নিয়ে ‘ছোট ছোট ছোটগল্প’ লিখেছি। এবারের গল্পগুলো আকারে আরও ছোট হলো। আমি ছোট মানুষ, বড় কিছু লিখতে বোধ হয় ভয় করে। তাই ছোটর মধ্যেই থাকি। এইবারের এই ছোট প্রয়াসের ডাকনাম দিলাম ‘ছোট্টগল্প’। ৫০ শব্দের আমার ‘ছোট্টগল্প’ পাঠক আপন করে নেবেন সেই আশায় থাকলাম।
By মুম রহমান
Category: ছোট গল্প
Paperback
Ebook
Buy from other retailers
About বৈপরীত্য
জীবনে কত রঙের শেড আছে! তবু প্রায়ই জীবন বৈপরীত্যে ভরপুর। সাদা-কালো, ভালো-মন্দ, প্রেম-ঘৃণা, সুখ-দুঃখ, অহংকার-অপমান- বিপরীতমুখী নানান স্রোতে ভাসে মানুষের জীবন। এমনই সব বৈপরীত্য নিয়েই এই গল্পগ্রন্থ।
বিষয়ের পাশাপাশি আঙ্গিকেও নিরীক্ষা আছে খানিকটা। ৫০টি গল্প আছে বইটিতে। প্রতিটি গল্পই ৫০ শব্দে লেখা। সংখ্যাতত্ত্বের প্রতি আমার বোধ হয় একটা টান আছে। এর আগেও ২০০ শব্দ নিয়ে ‘ছোট ছোট ছোটগল্প’ লিখেছি। এবারের গল্পগুলো আকারে আরও ছোট হলো। আমি ছোট মানুষ, বড় কিছু লিখতে বোধ হয় ভয় করে। তাই ছোটর মধ্যেই থাকি। এইবারের এই ছোট প্রয়াসের ডাকনাম দিলাম ‘ছোট্টগল্প’। ৫০ শব্দের আমার ‘ছোট্টগল্প’ পাঠক আপন করে নেবেন সেই আশায় থাকলাম।
লোপার প্রতি আমার অনেক অধিকার। সেই অধিকারের জোরেই ওকে দিয়ে আঁকিয়ে নিয়েছি পঞ্চাশটা গল্পের পঞ্চাশটা ছবি। এই আঁকিয়ে নেয়ার কাজটা খুব আরামের ছিলো না, অন্তত লোপার জন্য। লোপা, তুই অনেক বড় শিল্পী হ- এইটুক দোয়া এইখানে লিখে রাখলাম।
মতামত, পরামর্শ সাদরে গ্রহণ করা হবে আমার ওয়েবসাইটে বা ই-মেইলে।
ধন্যবাদ।

মুম রহমান
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use