কবিতা বদল হয়েছে, নতুন নতুন ভাবনা যোগ হয়েছে, কিন্তু কবি বদলায়নি! প্রত্যেকটি লাইনেই যেন তাঁর অস্তিত্ব মিশে আছে— স্বতন্ত্র অস্তিত্ব। আমি একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুধু পড়ছি। আমার সকাল বিকেল দুপুর রাত কেটে যায় যতটুক পড়ি তা ভাবতে ভাবতে। শৈশবে বই পেলেই পড়তাম। এখন আর অত বেশি পড়া হয় না। প্রত্যেক মানুষ তার আত্মছায়া নিয়ে সর্বদা ঘুরে বেড়ায়। এই ছায়ার মধ্যে অনিশ্চিত এবং নিশ্চিত ছায়া সবসময় অনুসরণ করছে। যদিও নিশ্চিত ছায়া নিয়ে কোনো গবেষণা আমার নেই। তবে আজ যাঁর জন্য লিখছি, তাঁর নিশ্চিত ছায়া আমার মনে হয় সবার ভাবনায় দীর্ঘদিন আলো জ্বালবে। বহুমুখী প্রতিভার এমন একজন শিল্পীর অভিজ্ঞতা আমার কাছে মস্ত জাদুঘরের মতো। জয়ন্ত চট্টোপাধ্যায় সত্যিকারের একজন রোমান্টিক কবি। আমার বিশ্বাস, তিনি স্বপ্ন নির্মাণ করতে পারেন।
কবিতা বদল হয়েছে, নতুন নতুন ভাবনা যোগ হয়েছে, কিন্তু কবি বদলায়নি! প্রত্যেকটি লাইনেই যেন তাঁর অস্তিত্ব মিশে আছে— স্বতন্ত্র অস্তিত্ব। আমি একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুধু পড়ছি। আমার সকাল বিকেল দুপুর রাত কেটে যায় যতটুক পড়ি তা ভাবতে ভাবতে। শৈশবে বই পেলেই পড়তাম। এখন আর অত বেশি পড়া হয় না। প্রত্যেক মানুষ তার আত্মছায়া নিয়ে সর্বদা ঘুরে বেড়ায়। এই ছায়ার মধ্যে অনিশ্চিত এবং নিশ্চিত ছায়া সবসময় অনুসরণ করছে। যদিও নিশ্চিত ছায়া নিয়ে কোনো গবেষণা আমার নেই। তবে আজ যাঁর জন্য লিখছি, তাঁর নিশ্চিত ছায়া আমার মনে হয় সবার ভাবনায় দীর্ঘদিন আলো জ্বালবে। বহুমুখী প্রতিভার এমন একজন শিল্পীর অভিজ্ঞতা আমার কাছে মস্ত জাদুঘরের মতো। জয়ন্ত চট্টোপাধ্যায় সত্যিকারের একজন রোমান্টিক কবি। আমার বিশ্বাস, তিনি স্বপ্ন নির্মাণ করতে পারেন। স্বপ্ন বিস্তারেও তার কবিতায় অনেক মোহ রয়েছে। রোমান্টিক না হলে তিনি এতগুলো কাব্য কেমন করে লিখলেন? তিনি শুধু আবৃত্তিকার, তিনি শুধু অভিনেতা— এটা কথার কথা নয়! তিনি আত্মসচেতন। আমার ধারণা, তাঁর বাস্তব জীবনে ঘটে যাওয়া রোমান্টিকতার কাব্য ‘আমি’ সিরিজে পাওয়া যাবে। সেই হারিয়ে যাওয়া স্বপ্ন এবং পেয়ে যাওয়া স্বপ্নের সাক্ষ্য এখানে রয়েছে। মানুষের অবহেলায়, ভালোবাসায় তিনি সিক্ত। তাঁর সৌভাগ্য, অনুতাপ সবার মধ্যে যেন লুকিয়ে আছে। শুধু কবিতাগুলো একটু পড়ার সদিচ্ছা থাকলেই চলবে।
কবিতা বদল হয়েছে, নতুন নতুন ভাবনা যোগ হয়েছে, কিন্তু কবি বদলায়নি! প্রত্যেকটি লাইনেই যেন তাঁর অস্তিত্ব মিশে আছে— স্বতন্ত্র অস্তিত্ব। আমি একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুধু পড়ছি। আমার সকাল বিকেল দুপুর রাত কেটে যায় যতটুক পড়ি তা ভাবতে ভাবতে। শৈশবে বই পেলেই পড়তাম। এখন আর অত বেশি পড়া হয় না। প্রত্যেক মানুষ তার আত্মছায়া নিয়ে সর্বদা ঘুরে বেড়ায়। এই ছায়ার মধ্যে অনিশ্চিত এবং নিশ্চিত ছায়া সবসময় অনুসরণ করছে। যদিও নিশ্চিত ছায়া নিয়ে কোনো গবেষণা আমার নেই। তবে আজ যাঁর জন্য লিখছি, তাঁর নিশ্চিত ছায়া আমার মনে হয় সবার ভাবনায় দীর্ঘদিন আলো জ্বালবে। বহুমুখী প্রতিভার এমন একজন শিল্পীর অভিজ্ঞতা আমার কাছে মস্ত জাদুঘরের মতো। জয়ন্ত চট্টোপাধ্যায় সত্যিকারের একজন রোমান্টিক কবি। আমার বিশ্বাস, তিনি স্বপ্ন নির্মাণ করতে পারেন।
By জয়ন্ত চট্টোপাধ্যায়
Category: কবিতা
কবিতা বদল হয়েছে, নতুন নতুন ভাবনা যোগ হয়েছে, কিন্তু কবি বদলায়নি! প্রত্যেকটি লাইনেই যেন তাঁর অস্তিত্ব মিশে আছে— স্বতন্ত্র অস্তিত্ব। আমি একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুধু পড়ছি। আমার সকাল বিকেল দুপুর রাত কেটে যায় যতটুক পড়ি তা ভাবতে ভাবতে। শৈশবে বই পেলেই পড়তাম। এখন আর অত বেশি পড়া হয় না। প্রত্যেক মানুষ তার আত্মছায়া নিয়ে সর্বদা ঘুরে বেড়ায়। এই ছায়ার মধ্যে অনিশ্চিত এবং নিশ্চিত ছায়া সবসময় অনুসরণ করছে। যদিও নিশ্চিত ছায়া নিয়ে কোনো গবেষণা আমার নেই। তবে আজ যাঁর জন্য লিখছি, তাঁর নিশ্চিত ছায়া আমার মনে হয় সবার ভাবনায় দীর্ঘদিন আলো জ্বালবে। বহুমুখী প্রতিভার এমন একজন শিল্পীর অভিজ্ঞতা আমার কাছে মস্ত জাদুঘরের মতো। জয়ন্ত চট্টোপাধ্যায় সত্যিকারের একজন রোমান্টিক কবি। আমার বিশ্বাস, তিনি স্বপ্ন নির্মাণ করতে পারেন। স্বপ্ন বিস্তারেও তার কবিতায় অনেক মোহ রয়েছে। রোমান্টিক না হলে তিনি এতগুলো কাব্য কেমন করে লিখলেন? তিনি শুধু আবৃত্তিকার, তিনি শুধু অভিনেতা— এটা কথার কথা নয়! তিনি আত্মসচেতন। আমার ধারণা, তাঁর বাস্তব জীবনে ঘটে যাওয়া রোমান্টিকতার কাব্য ‘আমি’ সিরিজে পাওয়া যাবে। সেই হারিয়ে যাওয়া স্বপ্ন এবং পেয়ে যাওয়া স্বপ্নের সাক্ষ্য এখানে রয়েছে। মানুষের অবহেলায়, ভালোবাসায় তিনি সিক্ত। তাঁর সৌভাগ্য, অনুতাপ সবার মধ্যে যেন লুকিয়ে আছে। শুধু কবিতাগুলো একটু পড়ার সদিচ্ছা থাকলেই চলবে।