Publishers

ত্রিভুজ কথন
মুম রহমান

“Numbers rule all things.” Pythagoras 580 – 500 B.C.E. তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটা বাহু আর তিনটা কোণ থাকবে - জ্যামিতিক এই সংজ্ঞা প্রায়োগিক ও তাত্ত্বিক প্রশ্নে আরও বৃহৎ। মিশরের পিরামিড থেকে শুরু করে প্যারিসের আইফেল টাওয়ারে ত্রিভুজের আদল লক্ষ্য করা যায়। যতোগুলো আকৃতির জগতে আমরা বাস করি তার মধ্যে ত্রিভুজের মতো এতো বহুমুখী অর্থ আর কোথাও নেই। একটা বৃত্ত বা বর্গক্ষেত্র সবদিক থেকেই একই অর্থ তৈরি করে, অন্যদিকে ত্রিভুজকে ঘুরিয়ে দিলেই নানা অর্থ তৈরি হয়। শুধু ঊর্র্ধ্ব বা অধোমুখী ত্রিভুজেরই যে কতো মানে আছে তার ইয়ত্তা নেই। উদাহরণ হিসাবে বলা যায়, শুধুমাত্র উর্ধ্ব ও অধোমুখী ত্রিভুজ যথাক্রমে পুরুষ-নারী, সূর্য-চন্দ্র, পাহাড়-গুহা, উত্থান-পতন, বাবা-মা, শক্তি-শাক্ত এমনি কতো অর্থই না প্রকাশ করে! ত্রিভুজ আসলে বহুমুখী ও বহুমাত্রিক চরিত্র ধারন করে। ত্রিভুজ সৃষ্টিশীল, শৈল্পিক।

ত্রিভুজ ত্রয়ী সংখ্যার প্রতিনিধি। ত্রয়ী বা তৃতীয় এমন এক মৌলিক সংখ্যা যা ছড়িয়ে আছে বিশ্বময়। হিন্দু ধর্মশাস্ত্রে ব্রহ্মা, বিষ্ণু, শিব মিলে ত্রিমূর্তি, স্বরস্বতী, লক্ষ্মী, পার্বতী মিলে ত্রিদেবী। বুদ্ধ ধর্ম মতে বুদ্ধ, ধর্ম, সংঘকে ত্রিরতœ বলা হচ্ছে। খ্রিস্ট্রিয় মতে পিতা, পুত্র ও পবিত্র আত্মার মিলনেই সৃষ্টি হয়েছে ত্রিনীতি তত্ত্বের। ইসলামে তিন সংখ্যার গুরুত্ব অসীম। হাদিসের বয়ান মতে, আল্লাহ বেজোড় এবং তিনি বেজোড় সংখ্যা পছন্দ করেন। আর আরবী ভাষায় প্রথম বেজোড় বহুবচন সংখ্যা তিন। ইসলামে তিনজনের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়া হয়, ওযুর কৃত্যাদি তিনবার করে করতে হয়, যে কোন কাজ বা কথা তিনবার করলে সেটাকে চূড়ান্ত মনে করা হয়।

সকল ধর্ম ও মরমীবাদে তিনের আলাদা গুরুত্ব আছে। পিথাগোরাস তো বিশ্বাস করতেন সংখ্যার আত্মা আছে এবং জাদুকরী ক্ষমতা আছে, তারমধ্যে তিন সংখ্যাটি সবচেয়ে জাদুকরী। তিন সংখ্যাটি শুভ’র প্রতীক। এক যদি শক্তি হয়, দুই হয় মিলন, তাহলে তিন হলো সত্যিকার জ্ঞানের মিলন। ত্রিভুজেরতিন বাহু কিংবা তিন কোণ একই সঙ্গে বহু অর্থ ধারন করে। শরীর-মন-আত্মা, মা-বাবা-সন্তান, স্বর্গ-মর্ত্য-পাতাল, অতীত-বর্তমান-ভবিষ্যৎ, শক্তি-মেধা-ভালোবাসা, ভাবনা-বোধ-আবেগ, প্রেম-জ্ঞান-সত্য, সৃষ্টি-সংরক্ষণ-প্রলয়, আগুন-বাতাস-পানি -এ সবই তিনের খেলা। ত্রিযাম, ত্রিভুূবন, ত্রিবেণী, ত্রিমোহনা - এমন কতো শব্দবন্ধই না তিনের গুরুত্ব বহন করে! আমাদের কাছে তিন অথবা ত্রিভুজ সৃষ্টিশীলতা-বহুমুখীনতা-ঐকতানের প্রতীক।

Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use